চট্টগ্রামের চমৎকার আহার
চট্টগ্রামের মেজবান জয় করেছে সারা দেশের মানুষের মন।মেজবান আর মেজবানির আভিধানিক অর্থ হচ্ছে আতিথেয়তা মেহমানদারি অথবা অতিথিদের জন্য বিশেষ ভোজের ব্যবস্থা। মেজবানে সাদা ভাত, গরুর মাংস, গরুর পায়ের হাড়ের ঝোল ও বুটের ডাল পরিবেশন করা হয়। মেজবানি মাংসের অতুলনীয় স্বাদ এনে দিয়েছে খ্যাতি এবং জনপ্রিয়তা। তাছাড়া চট্টগ্রামের শুঁটকি ও বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলের অধিবাসীদের বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস এ অঞ্চলের রসনাকে অধিক মাত্রা এনে দিয়েছে।